ক্যাল্ক-এর বৈশিষ্ট্য

ক্যাল্ক-এর বৈশিষ্ট্য :

> লিব্রে অফিস ক্যাল্ক Open Document (ODF), Excel (XLS), CSV (Command Separated Values) ছাড়াও বিভিন্ন রকমের ফাইল ব্যবহার করতে পারে।

> ক্যাল্কে সর্বাধিক 1024 টি কলাম ব্যবহার করা সম্ভব। এই কলামগুলির নাম A থেকে শুরু হয়ে AMJ অবধি হয়। (A, B, ..Z, AA, AB, .AMJ)
> ক্যাল্কে সর্বাধিক রাে-এর সংখ্যা হল 1048576 । ক্যাঙ্কের একটি স্প্রডশীটে সর্বমােট 2^30 (1,073,741,824)টি সেল ব্যবহার করা সম্ভব। কারণ স্প্রেডশীটে সেল সংখ্যা রাে এবং কলাম সংখ্যার গুণফলের সমান (230 = 2^20 x 2^২0) প্রতিটি সেল সেই কলামের নাম এবং রাে-এর সংখ্যাকে পাশাপাশি ব্যবহার করে চিহ্নিত করা হয়। B কলামের 11 নম্বর-এর সেলকে B11 বলে চিহ্নিত করা হয়। B11 সেই সেলটির সেল অ্যাড্রেস। ক্যাল্কে সর্বশেষ সেল অ্যাড্রেস হল AMJ1048576। একটি নতুন স্প্রেডশীটে তিনটি ওয়ার্কশীট থাকে। অর্থাৎ একটি নতুন ফাইলে তিনটি পৃথক কাজ করার জন্য তিনটি পৃথক শীট ব্যবহার করা সম্ভব। প্রয়ােজনমতাে আরও শীট যােগ করা সম্ভব। একটি স্প্রেডশীটে সর্বোচ্চ 256টি শীট ব্যবহার করা যায়।

Comments

Popular posts from this blog

কে জিওগ্রাফি (KGeography) কী?

লিব্রে অফিস রাইটার টিউটোরিয়াল

ক্যাল্ক [Calc]-এ ডেটার ব্যবহার