ক্যাল্ক [Calc]-এ ডেটার ব্যবহার

ক্যাল্ক [Calc]-এ ডেটার ব্যবহার (Libre Office Calc)
যে কাগজে রো এবং কলামের মাধ্যমে ডেটাকে সাজিয়ে রাখা হয় তাকে স্প্রেডশীট বলা হয়। কম্পিউটারে যে সমস্ত বৈদ্যুতিন স্প্রেডশীট ব্যবহার করার সফটওয়্যার আছে তার মধ্যে Libre Office Calc অন্যতম প্রধান। ক্যাঙ্ক ব্যবহার করে স্প্রেডশীটের মাধ্যমে ডেটাকে সেভ করে রাখা যায়। তাছাড়া বিভিন্ন গাণিতিক হিসাব, গ্রাফ ইত্যাদি করা সম্ভব। এটি একটি ওপেন সাের্স (Open source) সফটওয়্যার।


Comments

Popular posts from this blog

কে জিওগ্রাফি (KGeography) কী?

লিব্রে অফিস রাইটার টিউটোরিয়াল