কে জিওগ্রাফি (KGeography) কী?

 ভুগোল শেখার একটি টুল বা অ্যাপ্লিকেশন।এটি কিছু দেশের ম্যাপ (মানচিত্র) সহ সেই দেশুলির বিভিন্ন বিভাগ, তাদের রাজধানী এবং তাদের জাতীয় পতাকাকে দেখায়।

কে জিওগ্রাফি 

• এটি সাত রকমভাবে ব্যবহার করা যায়, সেগুলির মধ্যে বেশিরভাগই হল গেমের (খেলার) মতাে। ব্যবহারের ধরনগুলি হল— 

1 তুমি ম্যাপ (মানচিত্র)-পুলি ব্রাউজ করতে পারবে এবং ম্যাপের কোনাে অঞ্টলে ক্লিক করে সেই দেশের নাম, রাজধানী তােমাকে সেখানে ক্লিক করতে হবে। এবং পতাকা দেখতে পারবে।

2. খেলার মাধ্যমে আমাকে একটি ম্যাপের কোনাে স্কুলের নাম বলা হবে এবং 3 খেলায় তোমাকে একটি রাজধানীর নাম বলা হবে এবং তােমাকে অনুমান করতে হবে যে, মানচিত্রের কোন অংশে এটি থাকতে পারে। অনুমান করতে হবে এর রাজধানী কোটি।

4. খেলায় তােমাকে একটি অংশের নাম বলা হবে এবং তােমাকে 5 খেলায় তাকে মানচিত্রের কোনাে অ লের পতাকা দেখানো হবে, তােমাকে এর নাম জানাতে হবে। 6. খেলায় তােমাকে একটি ম্যাপের কোনাে অ্কলের নাম বলা হবে এবং তােমাকে তার পতাকা খুঁজে বার করতে হবে। 7 খেলায় তােমাকে মানচিত্রের একটি আউটলাইন দেখানাে হবে এবং তােমাকে একটি একটি করে ম্যাপের অংশ সেখানে বসাতে হবে।

এটিও পড়ুন - টার্মিনাল এর পরিচিতি - Terminal


Comments

  1. Terminal এর যে কোন তিনটি command নাম বলুন Plz🙏🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

লিব্রে অফিস রাইটার টিউটোরিয়াল

ক্যাল্ক [Calc]-এ ডেটার ব্যবহার