উবুন্টুতে বাংলায় লেখুন খুব সহজে - Type Bangla in Ubunto

উবুন্টুতে বাংলায় লেখালেখি করা

উবুন্টুতে বাংলায় লেখালেখির জন্য ডিফল্টভাবেই বাংলা কয়েকটি লেয়াউট দেয়া থাকে। এই লেয়াউটগুলো ব্যবহারের জন্য আলাদা কোন কিছু ইন্সটল করতে হয়না, কেবল লেয়াউটগুলো অ্যাক্টিভেট করলেই হয়ে যায়। ডিফল্টভাবে থাকা এসব লেয়াউটের মাঝে জনপ্রিয় দুটি লেয়াউট “প্রভাত” ও “জাতীয়”ও রয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে বাংলা লেখালেখি শুরু করবেন উবুন্টুতে।
  • প্রথমে ড্যাশ এ যান। সেখানে লিখুন key বা keyboard.
উবুন্টুতে বাংলায় লেখুন খুব সহজে
  • যে তালিকা আসবে সেখান থেকে Keyboard Layout ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে।
  • উইন্ডোটির বাম কোনায় নিচের ছবিতে চিহ্নত যোগ চিহ্নে (+) ক্লিক করুন। বিভিন্ন কিবোর্ড লেয়াউটের একটা তালিকা আসবে।
উবুন্টুতে বাংলায় লেখুন খুব সহজে
  • এবার সেখান থেকে Bengali লিখে লিস্ট থেকে আপনার পছন্দমত কিবোর্ডটি Add করে নিন।
  • কিবোর্ড Add করা হয়ে গেলে নিচের ডানদিকে কোনায় Options বাটনে ক্লিক করুন।
  • Key(s) to change layout অপশনে গিয়ে যেকোন কম্বিনেশনে টিক দিন। এবং Close বাটনে ক্লিক করুন। এতে করে খুব সহজেই এই কম্বিনেশন ব্যবহার করে আপনি কিবোর্ড দিয়েই ইংলিশ ও বাংলা লেয়াউটের একটা থেকে আরেকটিতে চলে যেতে পারবেন।
  • অবশ্য নিচের ছবির মত, টপ প্যানেলের নোটিফিকেশন এরিয়াতেও কিবোর্ড ইন্ডিকেটর থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনি কিবোর্ড পাল্টাতে পারবেন।
সুবিধার জন্য নিচে প্রভাত ও জাতীয় – দুটি কিবোর্ডেরই কিবোর্ড লেয়াউট দিয়ে দিলাম। ব্যস এবার ইচ্ছেমত টাইপ করুন বাংলা।
জাতীয় কিবোর্ড
প্রভাত কিবোর্ড

Comments

Popular posts from this blog

কে জিওগ্রাফি (KGeography) কী?

লিব্রে অফিস রাইটার টিউটোরিয়াল

ক্যাল্ক [Calc]-এ ডেটার ব্যবহার