লিবরে অফিস রাইটার ব্যবহারের সুবিধা

1. এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্বারা অতি সহজেই এবং কম সময়ে type করা text-কে edit করা যায়।
2. সংশােধনের প্রয়ােজনে সম্পূর্ণ Document-কে পুনরায় type না করে শুধুমাত্র প্রয়ােজনীয় কতকগুলি শব্দকে সংশােধন করলেই হয়।
3, পরিশ্রম ও সময় সাশ্রয় করে।
4. Text লেখার সময় বানান ভুল হলে সঙ্গে সঙ্গে তা দেখা যায় তাই বানানগত ভুল কম হয়।
5. কোনাে শব্দ মুছে গেলেও সেই শব্দকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনা যায়।
6. কোনাে document-এ নির্দিষ্ট কোনাে শব্দকে খুঁজে বার করতে Searching-এর সাহায্য নিয়ে সেই শব্দকে খুঁজে বার করা যায়।

Comments

Popular posts from this blog

কে জিওগ্রাফি (KGeography) কী?

লিব্রে অফিস রাইটার টিউটোরিয়াল

ক্যাল্ক [Calc]-এ ডেটার ব্যবহার